হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের ১৮ মার্চ মার্কিন বিমান হামলায় ৭০ এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। বিমান হামলায় এত বিপুল লোক নিহত হওয়ার ঘটনাটি ওই সময় মার্কিন সামরিক বাহিনী গোপন করেছিলো। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, সিরিয়া-ইরাক সীমান্তে উগ্রবাদী সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে এই দুর্ঘটনা ঘটে। বাগুজ শহরে ওই দিন এক লোক সমাবেশ শনাক্ত করে মার্কিন ড্রোন। ওই সমাবেশকে আইএস সদ্যসরা একত্রিত হয়েছে ধারণা করে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ওই স্থানে বোমা হামলা চালায়। পরে ছত্রভঙ্গ হয়ে যাওয়া লোকদের ধাওয়া করে হত্যা করে মার্কিন যুদ্ধবিমান।
প্রতিবেদনে বলা হয়, ‘আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বাগুজে বিমান হামলা বৃহত্তম বেসামরিক লোক হতাহতের ঘটনা। তকে মার্কিন সামরিক বাহিনী কখনোই তা প্রকাশ্যে স্বীকার করেনি।’ কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই এই হামলায় নারী ও শিশুসহ মোট ৭০ বেসামরিক লোক নিহত হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
ঘটনার পর ওই স্থানটি বুলডোজারের সাহায্যে মার্কিন নেতৃত্বের কোয়ালিশন বাহিনী মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং ঘটনার সংশ্লিষ্ট সব প্রতিবেদন ও নথিপত্র গোপন করা হয় বলে নিউ ইয়র্ক টাইমস জানায়। মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জিন টেইট ওই সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ও জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে বেসামরিক বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়ার প্রতিবাদ করায় তিনি চাকরি হারান।
আপনার কমেন্ট